আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই রথের দিনে ভিজল বাংলা। রবিবাসরীয় দুপুরে কয়েক পশলা বৃষ্টিতেই জলমগ্ন (Waterlogged Kolkata) পরিস্থিতি হয় কলকাতার। জায়গায় জায়গায় জল জমে যায়। পূর্বাভাস বলছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কী পূর্বাভাস রয়েছে?
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। আবার ১০ জুলাই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Weather Update : তীব্র দাবদাহে স্বস্তি দিতে কোথায় কোথায় পড়তে পারে বৃষ্টি?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৮ জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ ৩৪ ডিগ্রি থাকতে পারে। ৯ জুলাই তা ৩৩ ডিগ্রি হতে পারে। এরপর থেকে ১৩ জুলাই পর্যন্ত শহরে তাপমাত্রার সর্বোচ্চ পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। আগামী ৭ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
৮ জুলাই থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি (Waterlogged Kolkata) জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।