Container Ship sank
জয় গুহ,ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: বৃহস্পতিবার খিদিরপুর ডকে একটি মালবাহী জাহাজ ডুবে যায়।
স্থানীয় সূত্রে যেমনটা জানা গেছে, প্রচুর কন্টেনার বোঝাই জাহাজটি খিদিরপুর ডকে কন্টেনারগুলি নামানোর জন্য আসছিল। পাড়ের কিছুটা কাছাকাছি আসতেই জাহাজটি একদিকে কাত হয়ে যায় এবং ডুবে যেতে থাকে।
জাহাজটির মধ্যে বেশ কয়েকজন কর্মচারী ছিল। তারা কোনক্রমে জাহাজটি থেকে নেমে আসতে পারে। কারো কোনরকম আঘাত লাগেনি বা কেউ আহত হয়নি এই ঘটনায়।
Container Ship sank
বন্দর সূত্রে জানা গেছে, কন্টেনার বোঝাই জাহাজটি কেন ডুবে গেল সেটা তদন্ত করে দেখা হবে। যেহেতু পাড়ের কাছে এসে জাহাজটি ডুবতে থাকে, তাই সবকটি কন্টেনার উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যায়। যেসব কর্মচারীরা জাহাজে ছিল, তারা নিরাপদে এই ঘটনার পর বেরিয়ে আসতে পেরেছে। কারো কোনরকম আঘাত বা কেউ আহত হয়নি এই জাহাজটি জলে ডুবতে থাকার ফলে।
Published by Samyajit Ghosh