রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা : Compensation to Farmers বহরমপুর বাইপাস রোড তৈরি করার সময় বহু মানুষের চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই রাস্তার কাজ এলাকার লোকজন বন্ধ করে দিয়েছিলেন। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত মানুষজনদের জমির ক্ষতিপূরণ দিয়ে সেই বাইপাস রোড ও ভাগীরথী ব্রিজের কাজ পুনরায় শুরু করা হল। রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চেক তুলে দিলেন জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান ও নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। ছিলেন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন-সহ অন্যান্য অধিকারিকেরা।
Compensation to Farmers মুর্শিদাবাদে বাইপাস রোড ও ভাগীরথী ব্রিজের কাজ শুরু
আরও পড়ুন : Bike thief arrested in Malda দুটি বাইক-সহ পাচারকারী গ্রেফতার
—–
Published by Subhasish Mandal