অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Clashes in Cooch Behar পৌরনির্বাচন শেষ হতেই সন্ত্রাস শুরু কোচবিহারে। বুধবার কোচবিহার জেলার পৌর নির্বাচনের ফল ঘোষণা হয় এবং জেলাজুড়ে সবুজ আবিরের ঝড় ওঠে। এরপরই বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় মিছিল। কোচবিহার জেলার তুফানগঞ্জ পুরসভার ১২টি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শুরু হয় বিজয় উৎসব।
বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুর হাট বাজারে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধে সাতটা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে নাগুর হাট বাজারে একটি মিছিল করা হয়। আর সেই মিছিল চলাকালীন এই কার্যালয় ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।
নাগুর হাট বাজারে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ Clashes in Cooch Behar
পৌর নির্বাচন শেষ হতেই ফের শুরু হল সন্ত্রাস। তাহলে কি আবার রক্তাক্ত হতে চলেছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। আশঙ্কা কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে, এ প্রশ্ন এখন সর্বত্র। এই ঘটনায় বক্সিরহাট থানার পুলিশ বেশ কয়েক জন তৃণমূল কর্মীকে আটক করেছে। যদিও সংখ্যাটা এখনও জানা যায়নি।
Clashes in Cooch Behar
———–
Published by Subhasish Mandal