অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Clashed at Cooch Behar সিঙ্গিজানিতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, গুলি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বুধবার গভীর রাতে একদল কর্মী-সমর্থক দীপকচন্দ্র বর্মনের বাড়িতে বোমাবাজি ও ২ রাউন্ড গুলি ছোড়ে। পাশাপাশি ঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুনও ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। পুলিশকে গিয়ে একটি তাজা বোমা উদ্ধার করে এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিঙ্গিজানি এলাকায়।
দীপকচন্দ্র বর্মনের অভিযোগ অঞ্চল সভাপতি সুনীলচন্দ্র রায়ের নেতৃত্বে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাচ্ছে। ক্রমশ তাঁর গুন্ডাবাহিনী দিয়ে এলাকাকে উত্তপ্ত করছে। অভিযোগ অস্বীকার করে সুনীলচন্দ্র রায় জানিয়েছেন, দীপকচন্দ্র বর্মনের পারিবারিক ঘটনা এটা। ভাইয়ে ভাইয়ে জমির বিবাদকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিঙ্গিজানিতে Clashed at Cooch Behar
Clashed at Cooch Behar
আরও পড়ুন : Protesting death of Anis Khan আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মিছিল ভাঙড়ে
———–
Published by Subhasish Mandal