Tuesday, January 14, 2025
HomeBreakingSaline Controversy: স্যালাইনকাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

Saline Controversy: স্যালাইনকাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

স্যালাইনকাণ্ডে (Saline Controversy)দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্যালাইন-কাণ্ডে গাফিলতি মেনে নিয়েছে রাজ্য প্রশাসন। আর এই স্যালাইনকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা।

ইতিমধ্যেই নবান্নে মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Saline Controversy) ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই নির্দেশ মতো মঙ্গলবার মেদিনীপুরের ওই হাসপাতালে পৌঁছয় সিআইডির দুই সদস্যের প্রতিনিধি দল।

প্রসঙ্গত, সোমবার মেদিনীপুরের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক সম্মেলন করে গাফিলতি কার্যত স্বীকার করে নেন এবং সিআইডি তদন্তের বিষয়ে জানান।

তদন্তে নেমেছে সিআইডি

তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই ঘটনায় (Saline Controversy) মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরেই ঝাঁপিয়ে পড়েছেন প্রমাণ সংগ্রহে। সূত্রের খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং হাসপাতালের সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Saline Controversy: মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে উত্তপ্ত বাংলা, মেদিনীপুর থেকে তিন প্রসূতিকে আনা হল এসএসকেএমে

এদিন স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের কথা উল্লেখ করে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘আমরা কোনওরকম গাফিলতি বরদাস্ত করব না। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular