কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Chief Minister on Primary Education নেতাজি ইন্ডোরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে। দেখতে হবে ওটা কতটা ভয়ঙ্কর। যদি রাজ্যে ছড়িয়ে না পড়ে তাহলে প্রাথমিকে স্কুল খোলার চিন্তাভাবনা করতে হবে। এ ব্যাপারে শিক্ষা দফতর ও মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করাই যায়। সপ্তাহের বিভিন্ন দিনগুলি ভাগ করে আলাদা আলাদা ভাবে স্কুল খোলার চিন্তাভাবনা চলছে। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানোর চিন্তাভাবনা Chief Minister on Primary Education
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে। ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কিনা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’
আরও পড়ুন : Municipality Election 2022 ভোটের আগেই তৃণমূলের বিজয় মিছিল, সরব বিজেপি
আরও পড়ুন : Refugee land lease Programme যতই রাজনীতি হোক মতুয়ারাও জমির নিঃশর্ত পাট্টা পাবেন, বার্তা মমতার
———–
Published by Subhasish Mandal