Friday, November 22, 2024
Homeরাজ্যকোচবিহারCheetah panic in Rasikbil forest চিতা আতঙ্ক রসিকবিল সংলগ্ন বনাঞ্চলে, বাঘ ধরতে...

Cheetah panic in Rasikbil forest চিতা আতঙ্ক রসিকবিল সংলগ্ন বনাঞ্চলে, বাঘ ধরতে বসল খাঁচা

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : চিতা বাঘের  পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছাড়াল রসিকবিল এলাকায়। শুক্রবার বিকেল থেকে কোচবিহার জেলার বক্সিরহাট থানার রসিকবিল জু সংলগ্ন বনাঞ্চল এলাকায় আতঙ্ক।

চিতা আতঙ্ক রসিকবিল সংলগ্ন বনাঞ্চলে Cheetah panic in Rasikbil forest

জানা যায়, রসিকবিল সংলগ্ন কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক ধরে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা বাইক আরোহী ওই ব্যক্তি একটি গায়ে ছোপ ছোপ চিতা বাঘের মতো দেখতে পান। তড়িঘড়ি বাইক আরোহী রসিকবিল জু-এর দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানান। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলে একটি মাঝ বয়সি লেপার্ড দেখতে পাওয়ার পাশাপাশি পায়ের ছাপ লক্ষ্য করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রসিকবিল সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই এলাকায় এর আগে লেপার্ডের মতো বন্য জন্তুর আনাগোনা নেই বলেও স্থানীয়সূত্রে জানা যায়।

আরও পড়ুন : Flower exhibition at Kolaghat বিশেষ নিবন্ধ : রূপনারায়ণ নদের পাড়ে নৈসর্গিক পরিবেশ, ফুলের সমারোহে কোলাঘাট

পরবর্তীতে আটিয়ামোচড় ও নাগুরহাট রেঞ্জারের তৎপরতায় কোচবিহার থেকে খাঁচা নিয়ে এসে রাতেই রসিকবিল বনাঞ্চল সংলগ্ন এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular