রনিক দত্ত, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে বলা হয়েছে, নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই এবং এফআইআর আজকেই দায়ের করতে হবে। আগামীকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। পাশাপাশি এদিন বিচারপতি এই নতুন মামলাটিকে গ্রুপ ডি-র ৯৮ জনের মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন।
একইসঙ্গে উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহার তীব্র সমালোচনা করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন যে, শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও মিটিং হয়েছিল কিনা বা মিটিং সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কিনা সেটাও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন বিচারপতি। সিবিআই চাইলে সেটা খতিয়ে দেখতে পারে। কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের পরিধিতে আনতে কোনও বাধা নেই সিবিআইয়ের বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers
বিচারপতি এদিন বলেন, ‘আদালতের সামনে শান্তিপ্রসাদ সিনহা বারবার বলেছেন যে উপদেষ্টা কমিটির কোনও মিটিং হয়নি। তিনি নির্লজ্জের মতো মিথ্যা বলেছেন। কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে যে ওই কমিটির কমপক্ষে ২টি মিটিং হয়েছিল, বা তার বেশি হয়ে থাকতে পারে এবং আরও আশ্চর্যের বিষয় যে, অভিযোগ করা হয়েছে মিটিংগুলি মন্ত্রীর চেম্বারে হয়েছিল। এই মিটিংয়ে শান্তি প্রসাদ সিনহা কমিশনের চেয়ারম্যানকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘কেন বারবার মিথ্যা বলছেন শান্তিপ্রসাদ সিনহা। সিবিআইয়ের সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার বয়ান মিলছে না।’ CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers
আরও পড়ুন : Tapan Kandu Muder Case তপন কান্দু হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য
এদিকে বিচারপতির এই মন্তব্যের পরে রাজ্যের আইনজীবী বলেন, ‘রাজ্যকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক। যদি কোনও মিটিং হয়ে থাকে তাহলে সেটা মন্ত্রীর আপ্তসহায়কের চেম্বারে হয়ে থাকতে পারে। মন্ত্রী এ বিষয়ে কিছু জানতেন না। কমিশনকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক।’ CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers
বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘পেটে খিদে থাকলে আর পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন? বার কাউন্সিল প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছে সেটা খুব ভালো করে লেখা হয়েছে। কে লিখেছে আমি আন্দাজ করতে পারি। ওই লেখনী থেকে আমাদের শেখা উচিত। আমাকে বিচারপতি কারনানের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাকে হজম করতে হয়েছে।’
CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers
আরও পড়ুন : CBI on Rampurhat Case রামপুরহাট মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ সিবিআইয়ের
————
Published by Subhasish Mandal