সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: CBI at Hanskhali Rape Case হাঁসখালি ধর্ষণকাণ্ডে নাবালিকার বাবা-মা এবং এক আত্মীয়কে তলব করল সিবিআই। তদন্তের জন্য সিবিআই অস্থায়ী ক্যাম্পে হাজির মৃত নাবালিকার মা-বাবা এবং এক আত্মীয়। সূত্রের খবর তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের প্রতিনিধিদল।
উল্লেখ্য হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। তীব্র যন্ত্রণা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই রাতেই ওই নাবালিকার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগ তাঁদের হুমকি দেখিয়ে তড়িঘড়ি কোনওরকম ডেথ সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করে দেওয়া হয়। ঘটনার ৫ দিন পর হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় পরিবারের তরফ থেকে। CBI at Hanskhali Rape Case
ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া। গতকাল সিবিআইয়ের প্রতিনিধি দল প্রথমে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। নাবালিকার মা-বাবার সঙ্গে কথা বলেন তারা। তারপর যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল অর্থাৎ সোহেল গোয়ালির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। এরপরই তালা ভেঙে ঘরে ঢোকে সিবিআই। বেশ কিছু নমুনা সংগ্রহ করার পর অভিযুক্তের বাড়ি সিল করে দেয়। এরপর নতুন করে তদন্তের স্বার্থে তাঁর পরিবার এবং আত্মীয়দের ডেকে পাঠাল সিবিআই। ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
CBI at Hanskhali Rape Case
আরও পড়ুন: Hanskhali Rape Case Update হাঁসখালি ধর্ষণকাণ্ড: তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিকের বাড়ি সিল করল সিবিআই
Published by Subhasish Mandal