Thursday, November 21, 2024
Homeরাজ্যকোচবিহারCattle Smuggling Case in Mekhliganj গরুপাচার কাণ্ডের প্রতিবাদ করায় মেখলিগঞ্জে গ্রেফতার বিজেপির...

Cattle Smuggling Case in Mekhliganj গরুপাচার কাণ্ডের প্রতিবাদ করায় মেখলিগঞ্জে গ্রেফতার বিজেপির শহর মণ্ডল সভাপতি

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Cattle Smuggling Case in Mekhliganj গরুপাচার কাণ্ডের প্রতিবাদ করার বিজেপি নেতাকে আন্দোলরত অবস্থায় গ্রেফতার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী সমর্থকেরা। মেখলিগঞ্জ পৌরসভায় রয়েছে গোরুর হাট। সেই গরুর হাট থেকে ভিন রাজ্য থেকে গরু এনে পুলিশের মদতে ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সহযোগিতায় বাংলাদেশে পাচার করা হচ্ছে। এমনই অভিযোগ করেন বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশেকার রহমান। এতেই মেখলিগঞ্জ তৃণমূলের শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মেখলিগঞ্জ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। সেখান থেকেই আন্দোলনরত বিজেপির শহর মণ্ডল সভাপতি আশেকার রহমানকে মিথ্যে মামলায় গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ বলে অভিযোগ জানায় বিজেপি৷ এরপর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকেরা। এই বিষয়ে তৃণমূলের টাউন সভাপতি বিষ্ণুপদ ঘোষ জানান, বিজেপি বিজেপির মতো করেই বলেছে। সি-নিউস নামের যে পোর্টালটি রয়েছে, তা একপক্ষীয় খবর পরিবেশন করার জন্য সেই পোর্টালের মালিকের নামে মামলা রুজু করা হয়েছে।

Cattle Smuggling Case in Mekhliganj

আরও পড়ুন : Hanskhali Update তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় খুশি মৃত নাবালিকার পরিবার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular