অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা: Cannabis Recovered at Alipurduar অসম-বাংলা আন্তঃরাজ্য সীমানায় বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ গুয়াহাটি থেকে বিহারে যাবার পথে নাকা চেকিং পয়েন্টে বারবিশা ফাঁড়ির পুলিশ একটি খালি ট্রাককে তল্লাশির জন্য দাঁড় করার। তল্লাশিতে ত্রিপলের নীচে থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক বিহারের বাসিন্দা দীপক কুমার ও খালাসি লবকুশ কুমারকে। ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে।
অসম-বাংলা সীমানায় ২৪ ঘণ্টা সদাসতর্ক আলিপুরদুয়ার জেলা পুলিশ। অসম সীমানা পেরিয়ে বাংলায় কোনও অবৈধ সামগ্রী প্রবেশ করতে পারছে না কড়া সতর্কতার জন্য। তা সে মাদক দ্রব্যই হোক বা বন্য প্রাণীর দেহাংশ। অসম-বাংলা সীমানায় জেলা পুলিশের কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির নাকা চেকিং দল দিনরাত সতর্ক পাহারা দেয়। অসম থেকে আসা প্রায় প্রতিটি গাড়িকেই ওই নাকা চেকিং পয়েন্টে তল্লাশি করা হয়। আর সেই কড়া চেকিংয়েই মিলল বড় সাফল্য। উদ্ধার হল কয়েক লক্ষ টাকার গাঁজা।
Cannabis Recovered at Alipurduar
আরও পড়ুন : Kidnapping in Kultali রান্নার লোক খুঁজতে এসে কুলতলিতে অপহরণ উত্তরবঙ্গের ব্যক্তি, ধৃত ২
————
Published by Subhasish Mandal