অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Buxa Fort celebrates Republic Day সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৬০০ ফুট উপরে বক্সা ফোর্ট। এই বক্সা ফোর্টের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জানা যায় ভারত স্বাধীনের সময় বহু স্বাধীনতা সংগ্রামীদের এই ফোর্টে আটকে রেখেছিল ব্রিটিশ শাসকরা। বক্সা দুর্গ হয়ে ওঠে সাম্রাজ্যবাদী শাসকদের ডিটেনশন ক্যাম্প আর কারাগার। এখানে বন্দিজীবন কাটিয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, অনিল রায়, যতীন দাস, সুনীল লাহিড়ী, প্রফুল্ল গুপ্ত, পুলিন দাসের মতো স্বাধীনতা সংগ্রামীরা। কেউ কেউ বলেন বক্সা দুর্গে নাকি বন্দি রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। পরে লামাদের সহযোগিতায় লামার ছদ্মবেশে ৬ দিন পর তিনি বক্সা দুর্গ থেকে পালিয়ে যান নেতাজি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৬০০ ফুট উপরে বক্সা ফোর্ট Buxa Fort celebrates Republic Day
আরও পড়ুন : 73rd Republic Day Celebration ৭৩তম প্রজাতন্ত্র দিবস, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত জেলায় জেলায়
ঐতিহাসিক বক্সা ফোর্ট পৌঁছানোর একমাত্র সম্বল হাঁটা পথ। প্রায় ১২ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা খাড়া রাস্তা হেঁটে তারপরে বক্সা ফোর্টে যাওয়া যায়। আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফোর্টে পতাকা উত্তোলন করলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। উপস্থিত ছিল মেন্দাবাড়ি ও রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের কর্মীরাও। এছাড়াও বক্সা পাহাড়ে কিছুদিন আগে যে কমিউনিটি হেলথ ইউনিটের উদ্বোধন হয় সেখানেও পতাকা উত্তোলন করেন কালচিনির বিডিও।
—–
Published by Subhasish Mandal