প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Burmese timber smuggling বড়সড় সাফল্য পেল বৈকণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ। অভিনব কায়দায় দুটি ১২ চাকার লরিতে করে প্লাইউডের আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার অবৈধ বার্মাটিক কাঠ। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বেলাকোবা বন দফতরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি ১২ চাকার লরি-সহ উদ্ধার হয় কোটি টাকার বার্মাটিক কাঠ। বিভিন্ন সময় দেখা গেছে কাচের আড়ালে, ভুষির বস্তার আড়ালে পাচার করা হয় বার্মাটিক কাঠ। এবার প্লাইউডের আড়ালে পাচার করতে গিয়ে ধরা পরল পাচারকারীরা। বন দফতর সূত্রে জানা গেছে অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল এই কাঠগুলো। এই ঘটনায় ওসামিম, নাসিম ও মুস্তাকিম নামে তিন পাচারকারীকে গ্রেফতার করে বেলাকোবা রেঞ্জ। এরা তিনজনেই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
বৈকণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের অভিযান Burmese timber smuggling
—–
Published by Subhasish Mandal