Saturday, November 23, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানBurdwan Municipality Election প্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী, বাজার গরম করার চেষ্টা...

Burdwan Municipality Election প্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী, বাজার গরম করার চেষ্টা বলে দাবি তৃণমূলের

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Burdwan Municipality Election নির্বাচনী প্রচার করার সময়  বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত অবস্থায় বিজেপি প্রার্থীকে উদ্ধার করে বর্ধমান  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালা কলোনি এলাকার ঘটনা।

বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডুর অভিযোগ, ‘নমিনেশন তোলার জন্য চাপ দিচ্ছিল। একা প্রচারে বেরিয়েছিলাম। ভাতছালা কলোনির ঐক্যতান ক্লাবের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি, ঘুষি ও লাথি মারে। পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এলাকায় আমার প্রভাব আছে। হেরে যাওয়ার ভয়ে আমাকে মারধর করে তৃণমূল দুষ্কৃতীরা।’

বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ঘটনা Burdwan Municipality Election

অভিযোগ অস্বীকার করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘মিথ্যা অভিযোগ। তৃণমূল এসব কাজ করে না। কেউ মারধর করলে থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। লোকজন নেই, এইসব করে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি।’

Burdwan Municipality Election

আরও পড়ুন : Partha Chatterjee at Nadia নির্দল প্রার্থীদের ফের কড়া বার্তা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular