Monday, September 16, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানBurdwan Municipality Election জোরকদমে প্রচারে শাসকদল, বিরোধীশূন্য বোর্ড হবে বর্ধমানে, দাবি বিধায়কের

Burdwan Municipality Election জোরকদমে প্রচারে শাসকদল, বিরোধীশূন্য বোর্ড হবে বর্ধমানে, দাবি বিধায়কের

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Burdwan Municipality Election বর্ধমানে পুরভোটের আর দিন দশেক মাত্র বাকি। এর মধ্যেই প্রচারে নেমে পড়েছে সব পক্ষই। চার কর্পোরেশনের বিপুল জয়ে উজ্জীবিত হয়ে ময়দানে আজ থেকেই আরও জোরকদমে নেমে পড়েছে শাসকদল। গতকালই প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন পুরভোটেও সন্ত্রাসের আবহ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তারা ভয় দেখাচ্ছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

বিরোধীশূন্য বোর্ড হবে, দাবি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়কের Burdwan Municipality Election

আজ সকালে বর্ধমান শহরের ৮ নং ওয়ার্ডের প্রার্থী আনন্দগোপাল সাহার সমর্থনে প্রচার সারেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। বাড়ি বাড়ি যান কর্মীদের নিয়ে। জেলার তৃণমূল  যুবনেতা রাসবিহারী হালদার নিজের প্রচার সারেন ১৪ নং ওয়ার্ডের নানা এলাকায়। এদিন খোকন দাস জানান, দিলীপ ঘোষের অভিযোগ পুরোপুরি মিথ্যা। মনোনয়ন থেকে প্রচারে সব দল অংশ নিচ্ছে। পায়ের নীচে ওঁদের মাটি নেই বলেই এমন বলছে। খোকনবাবুর আশা এবারেও বিরোধীশূন্য বোর্ড হবে বর্ধমানে।

Burdwan Municipality Election

আরও পড়ুন : Joining TMC in Nadia নবদ্বীপে বিজেপি-সিপিএম ছেড়ে শাসকদলে যোগদান শতাধিক কর্মীর

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular