সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তাঁদের কারণেই অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে বাংলায়! বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফের (Mamata-BSF) বিরুদ্ধে এমনই এক বড়সড় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
কী জানা গিয়েছে?
অনুপ্রবেশ ইস্যুতে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য তরজা চলছে। আর এবার এই ইস্যুতেই বর্ডার সিকিওরিটি ফোর্সকে (Mamata-BSF) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতেই পাল্টা দিলেন মমতা। তাঁর অভিযোগ, সীমান্তে বিএসএফ ‘অ্যাডজাস্ট’ করে লোক ঢোকাচ্ছে!
আরও পড়ুন: Mamata vs Rizvi: ‘ললিপপে’র পাল্টা ‘আমলকি’, বাংলাদেশ ইস্যুতে মমতা বনাম রিজভি!
এদিন মমতা বলেন, ‘সীমান্ত আমাদের হাতে নয়, বিএসএফ-এর হাতে। বাইরে থেকে কারা আসছে, সেই হিসেব আমাদের হাতে নেই, কেন্দ্রের হাতে। এলাকা নিয়ন্ত্রণ করে বিএসএফ। কেউ কেউ বিএসএফ-এর দায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন, এঁদের বলব, সংযত হোন, সংবেদনশীল হোন, ন্যায়-অন্যায় দেখুন।’
এখানেই থামেননি তিনি। কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জঙ্গি হামলা করার চক্রান্ত করারও (Mamata-BSF) অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা চাই ওখানেও শান্তি থাকুক, এখানেও শান্তি থাকুক। দুই বাংলার মধ্যে তো কোনও খারাপ সম্পর্ক নেই। এখানে গুণ্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুন করছে, চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভিতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।’