শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Bombs Recovered at South 24 Parganas ভাঙড়ের জালালাবাদ গ্রামের দুটি জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জালালাবাদ গ্রামের একটি পেয়ারা বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করার পাশাপাশি একটি পুকুর পাড় থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার করল পুলিশ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোম উদ্ধার করে ইতিমধ্যে সিআইডি বম্ব স্কোয়াড টিমকে খবর দিয়েছে পুলিশকর্মীরা। দুটি জায়গা থেকে বোমা উদ্ধার হওয়ায় কার্যত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
এদিকে বোমা উদ্ধারের ঘটনায় রাজনীতির আবহও উত্তপ্ত ভাঙড়ে। আইএসএফ ও তৃণমূলের মধ্যে পরস্পরবিরোধী কথাবার্তায় উত্তেজনা গোটা এলাকায়। এদিন ভাঙড় ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শাজাহান মোল্লার অভিযোগ করে বলেন, ‘আমার উপর হামলার চক্রান্তেই আইএসএফ বিভিন্ন এলাকায় বোমা মজুদ করে রাখছে।’ অভিযোগ অস্বীকার করে পালটা জবাব দিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ‘১ নং পার্টে দুর্নীতিমূলক কাজের নেপথ্যে থাকে শাজাহান সাহেব।’
Bombs Recovered at South 24 Parganas
————
Published by Subhasish Mandal