উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : BJP’s Reaction on Municipal Results প্রহসনের ভোট! চার পুরসভার ফল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বারাসতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন বামেদের তুলে আনার জন্য তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে। রাজ্যে গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি লড়াই করবে।
এদিন বিজেপির রাজ্য সভাপতি বারাসতের ১৬ নম্বর ওয়ার্ডে বিধান মার্কেট এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে হাজির হন। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার জানান, ‘রাজ্যের চার পৌরনিগমের ফলাফল নিয়ে হতাশার কিছু নেই। এই পুরসভাগুলিতে প্রহসনের ভোট হয়েছে। নির্বাচন কমিশন অন্ধের মতো কাজ করছেন। জনমত প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না।’
নির্বাচন কমিশন অন্ধের মতো কাজ করছেন BJP’s Reaction on Municipal Results
আরও পড়ুন : Ashok Bhattacharya: end of left era পরাজিত হয়ে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য
তিনি আরও বলেন, ‘বিধাননগরে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন। আদালত জানতে চান নির্বাচন কমিশনের কাছ থেকে কেন এ ধরনের ঘটনা ঘটল? তৃণমূল দ্বারা বামেদের তোলা হচ্ছে যাতে বিরোধীদের ভোট ভাগ হতে পারে। বামেদের প্রচার করার লোক নেই! হাতে চার-পাঁচজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বামেরা ভোট পেয়ে যাচ্ছে, এটা অবিশ্বাস্য! ছাপ্পা মারার সময় পাঁচটা তৃণমূলের পক্ষে ভোট মারলে, দুটো বামে দিচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণের অধিকারের স্বার্থে বিজেপি যেমন লড়াই করছে তেমন ভাবেইআগামীতে বিজেপি লড়াই করবে।’
———–
Published by Subhasish Mandal