সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : BJP’s agitation in Nadia পুলিশকে সামনে রেখে চলছে ছাপ্পা ভোট, করা হচ্ছে বাড়ি ভাঙচুর, প্রতিবাদ করলেই নৃশংস ভাবে খুন করা হচ্ছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। সোমবার টায়ার জ্বালিয়ে নদিয়ার রানাঘাটের জাতীয় সড়ক অবরোধ করে নদিয়া দক্ষিণ জেলা বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি-সহ বিজেপির জেলা নেতৃত্ব।
নদিয়া দক্ষিণ জেলা বিজেপির দাবি, পৌরনিগম ভোটে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। রাজ্য পুলিশকে সামনে রেখেই ছাপ্পা, বুথ দখল করেছে শাসকদলের দুষ্কৃতীরা। শুধু তাই নয় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে এবং প্রতিবাদ করলে তাদের নৃশংস ভাবে খুন করা হয়েছে। মূলত তারই প্রতিবাদে এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সাংসদ জগন্নাথ সরকার বলেন, যেভাবে ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকার কণ্ঠরোধ করা হচ্ছে তা আমরা কিছুতেই মেনে নেব না। অবরোধের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা জাতীয় সড়ক। দীর্ঘ লাইন পড়ে যায় গাড়ির। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
BJP’s agitation in Nadia
———–
Published by Subhasish Mandal