ইন্ডিয়া নিউজ বাংলা
BJP West Bengal
কলকাতা : বাংলার বিজেপি সাংসদের ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলার ১৭ জন বিজেপি সাংসদকে প্রাতরাশের আমন্ত্রণ জানিয়েছেন মোদিজী। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি। তবে বীরভূমেপ বগটুইয়ের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই উদ্বেগপ্রকাশ করেছেন। তার উপর আজ বিধানসভায় হাঙ্গামা ঘটনা, সর্বোপরি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বগটুইয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কেন্দ্রের হস্তক্ষেপ দাবী করেছে বাংলার বিজেপি সাংসদরা। লোকসভায় বিজেপি সাংসদরা রীতিমত ঝড় তুলেছেন। রাজ্যসভায় বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির কান্না সবার নজর কেড়েছে। অন্যদিকে আজ রাজ্যপাল জগদীপ ধনকর অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই অবস্থায় প্রধানমন্ত্রীর বাংলার বিজেপি সাংসদদের বৈঠক নিয়ে যথেষ্ঠ কৌতূহল তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ তারা পেয়েছেন কিন্তু কি বিষয় নিয়ে কথা বলবেন তা বলা হয়নি।
BJP West Bengal
Publish by Monirul Hossain