Monday, September 16, 2024
Homeরাজ্যনদিয়াBJP protests on national highways ভোটের নামে প্রহসন চলেছে বাংলায়, প্রতিবাদে ৩৪নং...

BJP protests on national highways ভোটের নামে প্রহসন চলেছে বাংলায়, প্রতিবাদে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ বিজেপির

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা, BJP protests on national highways ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শান্তিপুর বাইপাস সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সমর্থকরা। এর ফলে  ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ।

ভোটের নামে প্রহসন চলেছে বাংলায় BJP protests on national highways 

উল্লেখ্য, রবিবার রাজ্যের ২০টি জেলায় ১০৮ টি পুরসভায় নির্বাচন হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হিংসার ছবি সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ বাংলায় ভোটের নামে প্রহসন চলেছে। এই অভিযোগ আজ ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

 

অভিযুক্তদের ব্যবস্থা না নিলে বড়সড় আন্দোলনের হুমকি BJP protests on national highways 

বিজেপি সমর্থকদের দাবি, রাজ্যে দিকে দিকে যে ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে অবিলম্বে প্রশাসন  অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনের পথে নামবে বিজেপি।

আরও পড়ুন : Bangla Bandh বিজেপির ডাকা বনধে জেলায় জেলায় প্রতিবাদ সমর্থকদের

আরও পড়ুন : Bangla Bandh বনধের সমর্থনে রাস্তায় বিজেপি কর্মী সমর্থকরা

___

Published by Julekha Nasrin

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular