উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করাটাই তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি, বুধবার বারাসতে এসে একথাই বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আক্রান্ত বিজেপিকর্মী শঙ্কর দাসকে দেখতে এদিন বারাসত হাসপাতালে আসেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সাথে ছিলেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ অন্যান্য নেতৃত্ব। আক্রান্ত বিজেপিকর্মী শংকর দাসের সাথে কথাও বলেন শমীকবাবু।
বারাসত হাসপাতালে আসেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য BJP leader Samik Bhattacharya warned TMC
আরও পড়ুন : BJP activists attacked in Barasat বারাসতে আক্রান্ত পরিবার-সহ বিজেপিকর্মী, ভর্তি জেলা হাসপাতালে
গত ১৫ জানুয়ারি রাতে এই বিজেপিকর্মী আক্রান্ত হয় বারাসত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে৷ অভিযোগ, বারাসাত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকর দাস নামের এই বিজেপিকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর আক্রমণ চালায় এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হঠাৎই আক্রমণ করে শংকর দাস ও তাঁর পরিবারের উপরে। এলাকাবাসীরা তৎক্ষণাৎ তাঁদেরকে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করেন। সেইদিন থেকে শংকর দাস বারাসত হাসপাতালেই ভর্তি।
আরও পড়ুন : BJP MLA threatens to ‘encounter’ ‘এনকাউন্টারে’র হুমকি! চাঁদপাড়ায় বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক
এর আগে ভোট পরবর্তী হিংসার বলি হয় মহম্মদ আলি নামে এক বিজেপিকর্মী। পরে তাঁর মৃত্যু হয়। যদিও সেক্ষেত্রে ওই খুনের মামলা সিবিআইয়ের বিচারাধীন। তিনিও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আজ বারাসত হাসপাতালে আক্রান্ত বিজেপিকর্মীর পাশে সবরকম সাহায্যের আশ্বাস দেন শমীক ভট্টাচার্য।
—–
Published by Subhasish Mandal