লোকসভা নির্বাচনের মধ্যে প্রচার নিয়ে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থী-নেতা-কর্মীরা। এই আবহে কেশপুরে ভোটপ্রচারের ফাঁকে আট বছর ধরে নিঁখোজ বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে ট্রোলড হলেন হিরণ। তাঁর কথা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা কালক্রমে জায়গা করে নেয় সংবাদ মাধ্যমেও। সেখানে দেখা যায়, কেশপুরের বিশ্বনাথপুর এলাকায় দাঁড়িয়ে ঘাটাল কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলছেন, ‘আজকে এসেছি কেশপুরে। আমি জানি না কী ভাষায় বলব! আমার মনের মধ্যে কোনও ভাষা নেই…’। তাঁর বক্তব্যের মধ্যেই পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ বলে ওঠেন ‘বাংলা ভাষাতেই কথা বলেন না।’ ব্যস, ভিডিওর এই অংশটুকু নিমেষে ছড়িয়ে পড়ে।
এবার এই ভাইরাল ভিডিও প্রসঙ্গেই মুখ খুললেন বিজেপির তারকা প্রার্থী হিরণ। তিনি বলেন, ‘… সবার চোখে জল! খুনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই নিষ্পাপ সহজ-সরল কেশপুর গ্রামের মানুষকে নিয়ে যাঁরা ট্রোলিং করেন, তাঁদের হয়ে আমি এই শহিদ পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি।’
উল্লেখ্য, ঘাটালে কার্যত সম্মুখ সমরে বিজেপি-তৃণমূল। বিজেপির হিরণের বিপরীতে রয়েছে তৃণমূলের দেব। কে হাসবে শেষ হাসি জানতে আরও একটু অপেক্ষা।