Sunday, February 16, 2025
HomeMunicipal PollsBJP expose former administrator প্রাক্তন পুর প্রশাসকের বিরুদ্ধে ৬০লক্ষ আত্মসাৎ করার প্রমাণ...

BJP expose former administrator প্রাক্তন পুর প্রশাসকের বিরুদ্ধে ৬০লক্ষ আত্মসাৎ করার প্রমাণ দিলেন বিজেপির জেলা সম্পাদক

অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার BJP expose former administrator  প্রাক্তন পুর প্রশাসকের বিরুদ্ধে ৬০লক্ষ আত্মসাৎ করার প্রমাণ দিলেন বিজেপির জেলা সম্পাদক

প্রাক্তন পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধরের নামে ৬০লক্ষ ৩৫হাজার টাকা আত্মসাৎ করার প্রমাণ সহকারে পর্দা ফাঁস করলেন, বিজেপির জেলা সম্পাদক।

কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক উৎপল দাস শুক্রবার দুপুর ১টা নাগাদ তুফানগঞ্জ, বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন।  সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক উৎপল দাস, তুফানগঞ্জ পুরসভার ১,২,৪,৮,১১,১২ এই ছয়টি ওয়ার্ডের,রাস্তার কাজের দুর্নীতির, অভিযোগ তোলেন।

 

কোচবিহার জেলা বিজেপির, সাধারণ সম্পাদক, উৎপল দাস,সাংবাদিক বৈঠক করে,৬০লক্ষ ৩৫হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন। প্রথমে, তুফানগঞ্জ মহকুমা শাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়, এরপর মহকুমা শাসক কোনোরকম পদক্ষেপ গ্রহণ না করায়, কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হন।  তুফানগঞ্জ মহকুমা শাসকের নামে, কোচবিহার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও করেন। তারপরেই, শুক্রবার তুফানগঞ্জ বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে, তৃণমূলের প্রাক্তন পুরপ্রশাসক ইন্দ্রজিৎ ধরের নামে ৬০লক্ষ ৩৫ হাজার টাকার আত্মসাৎ করার পর্দা ফাঁস করেন।

BJP expose former administrator

যদিও ইন্দ্রজিৎ ধর,বিজেপির জেলা সম্পাদক উৎপল দাসকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে আমার নামে যে দুর্নীতির কথায় বলেছেন, সেটা নকল কপি ছাপিয়ে আমার নাম বদনাম করার চেষ্টা করছেন। তবে বিজেপি নেতারা যে ২০১৯এর ভোটের পর  যেভাবে সাধারণ মানুষের কাছে টাকা তুলেছেন সেটার প্রমাণ পৌরসভা ভোটের ফলাফলের পরেই জবাব দেবেন, বলে জানান তুফানগঞ্জ পৌরসভার তৃণমূলের প্রাক্তন পুরো প্রশাসক ইন্দ্রজিৎ ধর।

 

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular