আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের। অরাজনৈতিক এই প্রতিবাদ অভিযানে পুলিশের বাধাদানের বিরুদ্ধে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের (Bengal Bandh) ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। এই বনধকে সফল করতে এদিন সকাল থেকেই পথে নামেন বিজেপি নেতা-নেত্রী-কর্মী-সমর্থকেরা। এদিকে বিজেপির এই বনধকে নিশানা করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে নিশানা মমতার
পদ্মশিবিরের উদ্যোগে হওয়া এই বাংলা বনধ (Bengal Bandh) এবং ৯ অগাস্ট আরজি কর ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, ‘বিজেপি বিচার চায় না, তারা শুধু বাংলাকে বদনাম করতে চায়।’ তিনি এও জানান, রাজ্য সরকার ধর্ষণ-বিরোধী আইন আনবে।
আরও পড়ুন : BJP Bangla Bandh : বাংলা বনধ্-কে সফল করতে আমজনতাকে অনুরোধ রূপা-অগ্নিমিত্রার
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা জানান, ধর্ষণের ঘটনায় দোষীর ফাঁসির বিল পাশ করা হবে বিধানসভায়। নিয়ম মেনে তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। উনি যদি সই না করেন, তাহলে মহিলারা রাজভবন ঘেরাও করবে। সই না করা পর্যন্ত চলবে ধরনা।
এর পাশাপাশি তিনি তোপ দাগেন সিবিআই-এর বিরুদ্ধেও। আরজি কর-কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ‘সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল। এখনও কিছুই হল না কেন?’, এই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।