অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: সন্ত্রাসের অভিযোগে বিজেপির ডাকা বনধের কোন প্রভাব পড়ল না দিনহাটায়। খোলা দোকান পাট, চলল যানবাহন নিত্য দিনের মতো। খোলা ছিল অফিস, আদালত সবকিছু। উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
BJP bandh বিজেপির ডাকা বনধের প্রভাব পরল না দিনহাটায়
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যজুড়ে আজ ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছেন বিজেপি। কিন্তু সেই বনধের কোনো প্রভাব পরল না দিনহাটা শহরে। নিত্য দিনের মতোই চলল যানবাহন, খোলা থাকল দোকানপাট অফিস-আদালত সবকিছুই।
এদিনের এই বনধের বিরোধিতা করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন , পৌরসভা নির্বাচনে তেমন কিছুই ঘটেনি। বিজেপি নিজের ব্যর্থতা ঢাকার জন্য এবং সরকার ও তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর জন্য আজকে বনধ ডেকেছেন আমরা এর বিরোধিতা করছি।
Published by Samyajit Ghosh