Sunday, September 15, 2024
HomeWILDLIFEBison captured  ফের বাইসনের হানায় আতঙ্কিত এলাকাবাসীরা, অবশেষে ধরা পড়ে বাইসন

Bison captured  ফের বাইসনের হানায় আতঙ্কিত এলাকাবাসীরা, অবশেষে ধরা পড়ে বাইসন

 

অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: Bison captured  ফের বাইসনের আতঙ্ক ছড়াল মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ কোদাল খেতি সংলগ্ন এলাকায়।

বুধবার ভোরে  লোকালয়ে একটি বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন এলাকার বেশকিছু স্থানে লোকালয়ে ও ভুট্টা খেতে দাপিয়ে বেড়ায় বাইসনটি। খবর দেওয়া হয় বন দফতরে ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িরতে ।

Bison captured

ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গার বনদপ্তরের কর্মীরা ও নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। বন দপ্তর সূত্রে জানা যায় বাইসনটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা চলছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাইসনটিকে কাবু করা হয়।  উদ্ধার করে তাকে জলদাপাড়া ফরেস্টে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।

 

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular