সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : পাখিশিকার করার অভিযোগে চারজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি গরুমারা বনবিভাগ। রবিবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এলাকা থেকে ১৭টি বিভিন্ন প্রজাতির মৃত পাখি-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুজন পলাতকের খোঁজ চলছে বলে দাবি বনবিভাগের। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।
১৭টি বিভিন্ন প্রজাতির মৃত পাখি-সহ চারজন গ্রেফতার Bird Hunters Arrested
আরও পড়ুন : BUDDHIST NEW YEAR LOSAR : বক্সা পাহাড়ের কোলে লোসার উৎসব
বেশ কিছুদিন থেকে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির পাখিশিকার করে আসছিল এই শিকারিরা। অভিযোগ পেয়ে পাখি শিকারিদের খোঁজ শুরু করে বনবিভাগ। মণ্ডলঘাট এলাকায় পাখিশিকার করা হচ্ছে গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনবিভাগের কর্মীরা। পাখিশিকার করার সময় হাতেনাতে ধরা পড়ে চারজন। দুজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাখিশিকার করার বিভিন্ন যন্ত্রাংশ। ধৃতরা সকলের যাযাবর। শিলিগুড়িতে ঘাঁটি গেড়েছে, সেখান থেকে জলপাইগুড়ি এসে পাখিশিকার করত। নিজেরাও খেত এবং বিভিন্ন হোটেলে বিক্রি করা হত বলে প্রাথমিক অনুমান বনবিভাগের বলে জানালেন গরুমারা বনবিভাগের অতিরিক্ত বনাধিকারী জন্মেঞ্জয় পাল।
—–
Published by Subhasish Mandal