ইন্ডিয়া নিউজ বাংলা
সৌমেন্দু দে, বীরভূম : সরকারি প্রকল্পের চুরি যাওয়া কয়লা উদ্ধার করতে গিয়ে কয়লা চোরাকারবারীদের হামলার শিকার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লোকপুর থানার নওয়াপাড়া গ্রামে। গ্রামবাসীদের দাবি, পুলিশ এ দিন তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। জনতা পুলিশ খন্ডযুদ্ধ বেঁধে যায়। ৪-৫ জন গ্রামাবসীর গুলি লেগেছে বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খয়রাশোল কাঁকড়তলা থানার ওসি জখম Birbhum Clash
জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া লোকপুর থানা এলাকার এই নোপাড়া গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লা মজুত করার অভিযোগ সামনে আসছিল। ঝাড়খণ্ড থেকে এনে এই কয়লা মজুত করা হচ্ছিল । বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন , কিছু দুষ্কৃতী স্থানীয় একটি জঙ্গলে গত কয়েকদিন ধরে কয়লা চুরি করে জমায়েত করছিলো। পুলিশের কাছে নির্দিষ্ট একটি অভিযোগ আসে এই বিষয়ে , শুক্রবার পুলিশের একটি দল নোয়াপাড়া গ্রামে গিয়ে দুটি ট্রাকে প্রায় ৫০ টন কয়লা উদ্ধার করে নিয়ে আসছিলো, সে সময় দুষ্কৃতীরা আচমকাই পুলিশকে লক্ষ্য করে শুরু করে , ইটের ঘায়ে খয়রাশোল কাঁকড়তলা থানার ওসি জখম হয়েছে।
ঝাড়খণ্ড থেকে এই কয়লা মজুত করা হচ্ছিল Birbhum Clash
ইতিমধ্যে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা শুরু করেছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন , লাল বাবু নামে এক স্থানীয় দুষ্কৃতী ঝাড়খন্ড থেকে লোক নিয়েছে ব্যবসা করেছিল। পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে। যদিও বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন , পুলিশ ও অনুব্রত মন্ডলের নাটক চলছে। কয়লা চুরি করেই তো পকেট গরম করেছে তৃনমুল। বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যা।