ইন্ডিয়া নিউজ বাংলা
Bombs filled with drums were recovered at Rampurhat
সৌমেন্দু দে, বীরভূম : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে সক্রিয় বীরভূম জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় অভিযান শুরু করেছে বেআইনি অস্ত্র,বোমা উদ্ধারের জন্য। মারগ্রাম থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে থানা থেকে ছয় কিলোমিটার দূরে একটি কচুবনের ভেতর থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে।
মাত্র দশ কিলোমিটার দূরে রামপুরহাট থানার বগটুই গ্রামে মাত্র তিন-চার দিন আগে ঘটে গেছে বীভৎস হত্যাকাণ্ড। প্রথমে তৃণমূল নেতা ভাদু শেখ কে বোমা মেরে খুন করা হয়। তৃনমুল নেতার খুনের বদলা নিতে পাল্টা অভিযুক্তদের আত্মীয়দের বাড়িতে হামলা চালানো হয় , জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয় আটজন কে।এই গণহত্যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশ কে। ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে ও। মুখ্যমন্ত্রীকে ঘটনাস্থলে এসে ঘোষণা করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট এক নং ব্লকের ব্লক সভাপতি আনারুল হোসেন জড়িত , তাকে পুলিশ গ্রেতার করবে। ঘটনার একমাএ সাক্ষী মিহিলাল শেখ হারিয়েছেন তার স্ত্রী ও সন্তান কে। তিনি বলেন, চোখের সামনে দেখলাম ভাদু শেখের লোকজন বোম মারল, তারপর পেট্রোল ছুড়ে পুড়িয়ে মারলো সবাই কে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল পদাধিকারী পুলিশ অফিসারদের আগামী দশ দিনের ছুটি বাতিল করে তল্লাশি অভিযান চালিয়ে সমস্ত বেআইনি বোমা, অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। যা দেখে কংগ্রেস , সিপিএম, বিজেপি একযোগে কটাক্ষ করে জানিয়েছে , সামনে পঞ্চায়েত নির্বাচন , তাই গিমিক করছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে মারার নির্দেশ দেয় সেই আবার তদন্তের নির্দেশ দেয়। হাস্যকর হয়ে গেছে সবকিছু।
Bombs filled with drums were recovered at Rampurhat
Publish by Monirul Hossain