Thursday, November 21, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারBio diversity park inauguration বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি...

Bio diversity park inauguration বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন হবে

Bio diversity park inauguration 

অনিসা পোদ্দার, ইন্ডিয়া নিউজ বাংলা, আলিপুরদুয়ার:   আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা l

এই বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন , এবং বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের অনুমোদনের ১০ লক্ষ টাকা ব্যয়ে পার্কটিকে বিভিন্ন ফুল এবং ফুলের গাছে সাজানো হয়েছে l

মৌমাছি প্রতিপালন হবে

মৌমাছি প্রতিপালন হবে

এই পার্কটি রক্ষণাবেক্ষণ একটি স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছে l এই দলের মাধ্যমে টুরিস্টরা টিকিটের মাধ্যমে বোর্ডিং এর পাশাপাশি পুরো পার্কটি পরিদর্শন করতে পারবেন বলে জানা যায় l
এছাড়া এদিন মাদারিহাট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন করেন জেলাশাসক ।

Bio diversity park inauguration  বায়ো

ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন হবে

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular