Sunday, February 16, 2025
Homeরাজ্যমালদাBike thief arrested in Malda দুটি বাইক-সহ পাচারকারী গ্রেফতার

Bike thief arrested in Malda দুটি বাইক-সহ পাচারকারী গ্রেফতার

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Bike thief arrested in Malda হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার এক বাইক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারীর খনতা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম দীপক পরিহার, বয়স ২২। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বাইকও।

পুলিশ সূত্রে খবর, ওই বাইক দুটি এলাকা থেকে চুরি হয়েছিল। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী ওই যুবকের বাড়িতে হানা দেয়। বাড়িতেই রাখা ছিল দুটি চুরি যাওয়া বাইক। সেখান থেকেই ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। বাইক দুটি পাচার করার জন্য রাখা হয়েছিল। আজ ধৃত এই বাইক চুরির পাণ্ডাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।

হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার বাইক পাচারকারী Bike thief arrested in Malda

আরও পড়ুন : Hotel fire in New Digha নিউ দিঘায় হোটেলে আগুন, দেখুন ভিডিও

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular