Friday, November 22, 2024
Homeরাজ্যকলকাতাBidhannagar Cyber Crime বিএমসির নামে ভুয়ো ওয়ার্ক অর্ডার তৈরি করে কোটি টাকার...

Bidhannagar Cyber Crime বিএমসির নামে ভুয়ো ওয়ার্ক অর্ডার তৈরি করে কোটি টাকার প্রতারণা, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে এক দুষ্কৃতী

রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা : Bidhannagar Cyber Crime টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে এক দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম চন্দ্রিম ব্যানার্জি (৪৯)। পুলিশ সূত্রে জানা গেছে, ওয়েবেল  টেকনোলজির সিইও সোমনাথ চট্টোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় গত বছরের ১৯ অগস্ট একটি লিখিত অভিযোগে জানায় চন্দ্রিম ব্যানার্জি এবং অমিত কুমার মিত্র নামে দুই ব্যক্তি একটি ভুয়ো ইমেল আইডি, ওয়েব সাইট (CEO@WTL.org.in) তৈরি করে এবং ওয়েবেল টেকনোলজির লোগো ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে। এমনকী বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নামে ভুয়ো ওয়ার্ক অর্ডার বের করে মেসার্স ইলেকট্রিক্যালস, মেসার্স মিরাজ ইন্সট্রুমেন্টস সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানিকেও প্রতারণা করেছে এই দুই দুষ্কৃতী। ভুয়ো ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দুটি কোম্পানি কাছ থেকে দুষ্কৃতীরা ১.৭০ কোটি টাকা সংগ্রহ করেছে। এছাড়াও দুর্বৃত্তরা অন্যান্যদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএমসির নামে ভুয়ো ওয়ার্ক অর্ডার বের করে প্রতারণা Bidhannagar Cyber Crime

এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Case No. 85/21 Dated 19/009/2021 U/s 419/420/468/469/471/120B IPC) শুক্রবার রাতে দমদম এলাকা থেকে চন্দ্রিম ব্যানার্জিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি মোবাইল। এই মোবাইলের সাহায্যেই ফেক ইমেল আইডি খোলা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ ধৃত চন্দ্রিম ব্যানার্জিকে বিধাননগর আদালতে তোলা হবে এবং পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই জানা গেছে। অপর দুষ্কৃতী অমিত কুমার মিত্রের খোঁজ চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷

Bidhannagar Cyber Crime

আরও পড়ুন : Rahul Sinha attacks CBI ‘সিবিআই ঠিক মতো কাজ করছে না’, তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ রাহুল সিনহার

আরও পড়ুন : Unnatural Death in South 24 Parganas সোনারপুরের সুভাষগ্রামে মা ও ছেলের রহস্যমৃত্যু

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular