Bhuban Badyakar vote campaign নির্বাচনে কাঁচা বাদাম, আসানসোলে ভুবনমোহিনী প্রচার
তৃনাঞ্জন চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : নির্বাচনী প্রচারে কাঁচা বাদাম। ভুবন বাদ্যকর আসানসোলে। শোনালেন গান। ছু্ড়লেন প্যাকেট করা বাদাম। হল নাচ। মহিলারাও নাচল। চরম উন্মাদনা আসানসোলের ১৪ নম্বর ওয়ার্ডের পরিরা গ্রামে।
হ্যাঁ, এমন ই ছবি ধরা পড়ল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের পরিরা গ্রামের মন্দির চত্বরে সোমবার বিকেলে। এক ই ভঙ্গিতে গলায় ব্যাগ ঝুলিয়ে এলেন ভুবন বাদ্যকর। উক্ত এলাকার তৃণমূল প্রার্থী উৎপল সিনহার প্রচার করতে এসেছিলেন। মাইকে বললেন মমতা ব্যানার্জি কে ভোট দিতে। ভোট দিতে তৃণমূলের উৎপল সিনহা কে।
ভুবন কে দেখতে প্রচুর ভিড় পরিলক্ষিত হল এই দিন।
শিকেয় করোনা বিধি। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল
মাঠ ভরা লোক। শিকেয় করোনা বিধি। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বাবলু বিশ্বাস। করোনা বিধি ভঙ্গের কথা তো বললেন ই। সঙ্গে এও জানালেন যে এর পর যদি উক্ত এলাকায় করোনা ছড়ায় তার দায়ভার নিতে হবে তৃণমূল প্রার্থীকেই।
তবে তৃণমূল এর প্রচারে ভুবন বাদ্যকর অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানান এলাকাবাসী।
তবে এই অনুষ্ঠানে ভোট তৃণমূলের বাক্সে যাবে কি না তা খোলসা করতে চান নি গ্রামবাসী। তাদের বক্তব্য ভোটের কথা ভাবা যাবে। যদিও অনুষ্ঠান দেখতে পৌঁছেছিলেন অনেকেই। ভুবন চলে যাবার পরেই মাঠ ফাঁকা হতে দেখা যায়। বেশি সংখ্যক মানুষের মুখে মাস্ক থাকলেও সোশ্যাল ডিস্টেন্স যে শিকেয় তা ছবিতেই প্রমাণিত।
বিজেপি এর তরফে প্রশ্ন উঠেছে ” কোথায় নির্বাচন কমিশন” ? কোথায় আইন ? তবে তৃণমূল প্রার্থী উৎপল সিনহার কথায় ” এ ছবি সম্পুর্ন ভাবে মানুষের আবেগ এর ছবি’ ।
Published by Samyajit Ghosh