Friday, November 22, 2024
Homeরাজ্যBharat Bandh at Howrah বামেদের ডাকা দু’দিনের বনধে হাওড়ায় মিশ্র সাড়া প্রথম...

Bharat Bandh at Howrah বামেদের ডাকা দু’দিনের বনধে হাওড়ায় মিশ্র সাড়া প্রথম দিনে

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Bharat Bandh at Howrah কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, মানুষ বিরোধী এবং দেশ বিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে আজ ও আগামীকাল দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। ২৮ ও ২৯ মার্চ, দু’দিন চলবে ধর্মঘট। এই ধর্মঘটে সামিল হয়েছে একাধিক ক্ষেত্র। কয়লা, ইস্পাত, তেল, টেলিকম, ডাক, আয়কর, তামা, ব্যাঙ্ক, বিমা সব ক্ষেত্রই এই ধর্মঘটে সামিল। সড়ক, সব ধরনের পরিবহণ এমনকী বিদ্যুৎকর্মীরাও ধর্মঘটে সামিল হয়েছেন। এই ধর্মঘটে সামিল রয়েছে INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, AICCTU, LPF, UTUC-সহ বিভিন্ন সংগঠন।Bharat Bandh at Howrah

সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে হাওড়াতেও। সকাল সকাল ধর্মঘটের তেমন কোনও প্রভাব পড়েনি। শহরে চলছে সব গণপরিবহন। অফিস যাত্রীদের ভীড় রয়েছে। হাওড়া স্টেশনে প্রি-পেইড ট্যাক্সি বুথেও স্বাভাবিক ছবি লক্ষ্য করা যাচ্ছে। Bharat Bandh at Howrah

এদিকে, বেলা বাড়তেই হাওড়াতেও বনধের প্রভাব পড়তে শুরু করেছে। ডোমজুড় স্টেশনের সামনে ট্রেন অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের সানপুর মোড়ে বামপন্থী সমর্থকরা রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। ৪ জন বনধ সমর্থনকারীকে আটক করে পুলিশ। হাওড়ার শলপে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বামপন্থী কর্মী-সমর্থকরা ধর্মঘটের সমর্থনে।

Bharat Bandh at Howrah

আরও পড়ুন : Cut money syndicate allegedly burns trucks তোলা না দেওয়ায় পণ্যবাহী লরিতে আগুন ভারত-বাংলাদেশ বাণিজ্য সীমান্তে 

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular