মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ‘বেআইনি দখলদার’ উচ্ছেদ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বাধার মুখে পড়লেন বন দফতরের এক মহিলা আধিকারিক। কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই মহিলা অফিসারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিতে শোনা যায় রামনগরের বিধায়ক অখিল গিরিকে।
কী বলেন অখিল গিরি?
অখিল গিরি (Akhil Giri) এই মহিলা অফিসারকে হঠাই বলে বসেন, ‘‘আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন!’’ তবে এই প্রথম নয়, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী৷ এবার অখিলকে ওই মহিলা অফিসারের উদ্দেশে ‘জানোয়ার’, ‘বেয়াদব’ জাতীয় শব্দ প্রয়োগ করতে শোনা যায়। এই নিয়েই এখন সমালোচনার ঝড় বঙ্গ রাজনীতিতে৷
আরও পড়ুন : Bengal Ration Scam : বাংলায় রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা ও তাঁর ভাই
প্রসঙ্গত, বছর দেড়েক আগে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন অখিল গিরি (Akhil Giri)। পরিস্থিতি এমন হয় যে, ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপরেও যে এতটুকু বদলাননি অখিল গিরি সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল৷
অখিল গিরির (Akhil Giri) এই ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মকর্তারা। এভাবে একজন মহিলা সরকারি আধিকারিকের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন মন্ত্রী তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সরকারি কর্মচারী সংগঠন। উঠছে গ্রেফতারের দাবিও৷
West Bengal Minister Akhil Giri threatens a lady Forest Officer because she was performing her duty to remove illegal encroachment in forest areas.
What did he say –
1. "সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন।" – You are a government employee, bow down your head (infront of… pic.twitter.com/CDrULP9Mli
— BJP West Bengal (@BJP4Bengal) August 3, 2024