আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়া দেরি করে এফআইআর দায়ের করা হয় বলেও অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আরজি করে যখন ভাঙচুর চালানো হয়, তখনও পুলিশের আচরণ নিয়েও সরব হয়েছে আমজনতা। আর এই পরিস্থিতিতে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবির পালে জোর হাওয়া লাগছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কী নির্দেশ রাজ্যপালের?
রাজভবন সূত্রে খবর, রবিবার রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে প্রশাসনিক প্রধানকে অবিলম্বে ক্যাবিনেট বৈঠক ডাকতে বলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো নিয়ে ওঠা ‘গণদাবি’ প্রসঙ্গে আলোচনা করতেই বৈঠক ডাকার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে৷
আরও পড়ুন: Jawhar Sircar Resigns: ইস্তফা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার
রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট করে দিয়েছেন যে, আরজি করের ঘটনার জেরে রাজ্য জুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করে সরকার বসে থাকতে পারে না। সংবিধান এবং আইন মেনে চলতে হবে সরকারকে, জনগণের দাবি বিবেচনাও করতে হবে৷ এমন এক ন্যক্কারজনক ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না এবং রাজ্যে যা হচ্ছে, তা নিয়ে চুপ থাকতে পারে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷