Friday, November 22, 2024
HomekolkataBengal covid case more than 6k daily while kolkata contribute nearly...

Bengal covid case more than 6k daily while kolkata contribute nearly 50 infection state কলকাতায় করোনা সংক্রমণ রেকর্ড হারে বাড়ছে

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। রোজই ভাঙছে দৈনিক সংক্রমণের রেকর্ড।  রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল ৬ হাজারের সীমা। ভয়াবহ অবস্থা কলকাতার। মহানগরীর পরে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলার পরিস্থিতিও উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন জানাচ্ছে, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। যা গতদিনের তুলনায় প্রায় দু’হাজার বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ২৪০৭ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৭৩৮। বেড়েছে পজিটিভিটি রেটও। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১৫.৯৩ শতাংশ।

আরও পড়ুন : Strict restrictions were imposed in West Bengal due to third wave of corona তৃতীয় ঢেউ আটকাতে কঠোর বিধিনিষেধ সোমবার থেকে, নির্দেশিকা জারি নবান্নের

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে Bengal covid case more than 6k daily while kolkata contribute nearly 50 infection state

সংক্রমণের শীর্ষে কলকাতা। মহানগরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৯৪ জন।  করোনা আক্রান্ত দুজন রোগীর মৃত্যুও হয়েছে । এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে যে জেলা গুলির পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় প্রশাসনেের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে ।

এক ঝলকে দেখে নেওয়া যাক গত ২৪ ঘন্টায় জেলা গুলির সংক্রমণের হার।

কলকাতা (৩১৯৪)

উত্তর ২৪ পরগনা (৯৯৪)

 হাওড়া (৫৯৫)

দক্ষিণ ২৪ পরগনা (২৮০)

 হুগলি (২১৫)

অন্যদিকে বর্তমানে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬।

————-
Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular