গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। গোষ্ঠী সংঘর্ষের জেরে চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায় (Beldanga)। এদিকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং বেলডাঙায় শান্তি ফিরিয়ে আনতে একাধিক এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে এসবের মধ্যেই বুধবার নতুন করে পারদ আরও কয়েক ধাপ চড়ল।
কী ঘটেছে?
জানা গিয়েছে, বেলডাঙা (Beldanga) যাওয়ার পথে বাধা পান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে আটকে দেওয়া হয় কৃষ্ণনগরেই। পুলিশ তাঁকে যেতে বাধা দিলে বচসা বেধে যায়। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে।
এরপর রাস্তাতেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। তাঁকে আটক করে প্রিজন ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ধুবুলিয়ায় পথ অবরোধ করে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকেরা।
প্রসঙ্গত, বুধবার রাজ্য বিজেপির তরফে বেলেডাঙায় (Beldanga) বিশেষ কর্মসূচি নেওয়া হয়। আর সেখানেই যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। উত্তপ্ত বেলডাঙায় সুকান্ত মজুমদার গেলে ওই এলাকায় নতুন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই যুক্তি দেখিয়ে নাকি তাঁর পথ আটকায় পুলিশ।
আরও পড়ুন: Tab Scam: ‘এই ধরনের দুর্নীতি বরদাস্ত নয়’, ট্যাব-কাণ্ড প্রসঙ্গে বললেন মমতা
সুকান্ত মজুমদারকে আটক করা হতেই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ময়দানে নামে ব়্যাফ। সমগ্র ঘটনাকে কেন্দ্র রাজ্য রাজনীতির আঙিনায় উত্তেজনা তুঙ্গে।