অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Belur Math opening প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড়মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে ১ জানুয়ারি বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ। পরবর্তীকালে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠ। প্রথমে ঠিক ছিল ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ফের খুলছে বেলুড় মঠ Belur Math opening
বৃহস্পতিবার বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ঠিক হয় আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিডবিধি মেনে ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। সময় সকাল ৭ টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বেলুড়মঠের দরজা। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন মহারাজ প্রণাম ইত্যাদি করা গেলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র আগামী ৪ মার্চ শ্রীশ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে। ভক্ত এবং দর্শনার্থীদের কোভিডবিধি মেনে মাস্ক পরে, এবং দূরত্ববিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন : Surajit Sengupta Passed Away ক্রীড়াক্ষেত্রে নক্ষত্র পতন, প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
Published by Subhasish Mandal