অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা, Belur Math open প্রায় দেড় মাস পরে আজ (বুধবার) থেকে আবার খুলল বেলুড় মঠ। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পরে ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বেলুড় মঠ। কিন্তু রাজ্য জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আংশিক লক ডাউনের সিন্ধান্ত নেয় রাজ্য সরকার। তখনই অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ৷
কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ Belur Math open
বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে। খুলছে সমস্ত স্কুল- কলেজ। এই পরিস্থিতিতে বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ফের মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে সমস্ত রকম কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ।
দিনে দু’বার মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা Belur Math open
মঠ কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি হলেও আরতি দেখা যাবে না। থাকছে না কোনও প্রসাদ বিতরণের ব্যবস্থাও। তবে আগামী ৪ মার্চ শুধুমাত্র রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো হবে এবং প্রসাদ বিতরণও করা হবে বলে জানিয়েছ মঠ কতৃপক্ষ৷
আরও পড়ুন : Route March in Santipur ভোটারদের নির্ভয়ে ভোটদানে আশ্বস্ত করতে নদিয়া জেলাজুড়ে চলছে পুলিশের রুটমার্চ
______
Published by Julekha Nasrin