অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : ফের ভাল্লুক ধরা পড়ল কুমারগ্রামের ডাঙ্গি এলাকার বুলুঝোরাতে। স্থানীয় বাসিন্দা বুলু ওঁরাওয়ের বাড়ির পেছনে আনারস বাগানে শনিবার সকালে ভাল্লুক দেখতে পায় বাড়ির লোকজনেরা। তারপর এলাকায় জানাজানি হতেই দলে দলে মানুষ ভিড় করে সেখানে। খবর দেওয়া হয় কুমারগ্রাম রেঞ্জ অফিসে।
কুমারগ্রামে ধরা পড়ল ভাল্লুক, আতঙ্ক এলাকাজুড়ে Bear was caught in Kumargram
আরও পড়ুন : Homeguard dies in Murshidabad মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু হোমগার্ডের
বন দফতরের কর্মীরা এসে ভাল্লুকটিকে উদ্ধার করে। উদ্ধার করার পর হঠাৎ ভাল্লুকটি জাল থেকে বেরিয়ে আবার পালিয়ে যায়। এরপর বনকর্মীদের ভাল্লুকটিকে বাগে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ক্ষেত্র উপ অধিকর্তা শ্রী হরিশ টেলিফোনে জানান, ‘গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় ভাল্লুক বেরোনোর খবর আমরা পাই। কাল সন্ধেবেলা আমাদের টিম ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে কিছু পায়নি। আজ সকালে খবর পেয়ে গিয়ে ভাল্লুকটি উদ্ধার করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’
—–
Published by Subhasish Mandal