সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Basanta Utsav at Nadia গাছের ঝরা পাতা জানান দেয় বসন্ত এসে গেছে। আর এই বসন্ত উৎসব মানেই বাঙালির আবেগ। আজ দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে গোটা শান্তিপুরবাসীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করে। গত দু’বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব, কারণ করোনার চোখ রাঙানি। সবকিছু শিথিল হতেই এবছর আবারও অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।
সকাল থেকে গোটা শান্তিপুরবাসীর পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছে বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন নৃত্য অ্যাকাডেমির কচিকাঁচারা বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে। সকাল থেকেই গোটা রাষ্ট্রীয় উদ্যান নানান রঙের আবিরে রেঙে উঠেছে। এছাড়াও লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়ায় সকলকে রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ ভুলে। এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে অনেকেই বলছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও, বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। সারা বছর এই দিনটার অপেক্ষাতেই তাকিয়ে থাকি বসন্ত কবে আসবে। পাশাপাশি এ বছরে বসন্ত উৎসবে শামিল হয়ে মেতে উঠলেন পুলিশকর্মীরাও।
Basanta Utsav at Nadia
আরও পড়ুন : Jalpaiguri Basanta Utsav দোল উৎসবে মাতল রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা
————
Published by Subhasish Mandal