Thursday, November 21, 2024
HomeউৎসবBasanta Utsav at Durgapur বসন্ত উৎসবে মাতল দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

Basanta Utsav at Durgapur বসন্ত উৎসবে মাতল দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Basanta Utsav at Durgapur দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ধর্মেন্দ্র যাদব মেনগেট এলাকায় বসন্ত উৎসব উপলক্ষে বৃহস্পতিবার একটি প্রভাতফেরির আয়োজন করেন। ওই প্রভাতফেরিতে অংশ নেন পুরসভার মেয়র পারিষদ রাখি তিওয়ারি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লাভলি রায়। এদিন ওই প্রভাতফেরিতে এলাকায় খুদে শিশু থেকে সর্বস্তরের মহিলারা অংশ নেন। তাঁরা বসন্ত উৎসবের পদযাত্রার পাশাপাশি নৃত্য পরিবেশনও করেন। বসন্তের গান বাজিয়ে নানান রঙের আবির খেলে বসন্ত উৎসব শেষ হয়। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ধর্মেন্দ্র যাদব বলেন, এদিন আমরা বসন্ত উৎসব উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করেছিলাম। এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব উপলক্ষে আলপনা প্রতিযোগিতা আয়োজিত হয়। মোট ১১টা বিভাগের মোট ১০০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজের উন্নতির জন্য তারা সব সময় ভালো কাজ করে থাকে। সেই কারণেই বসন্ত উৎসব উপলক্ষে আলপনা প্রতিযোগিতার আয়োজন। কলেজের শিক্ষিকা জানান, ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ছাড়া অন্যান্য বিষয়ের দিকগুলিও তুলে ধরা হচ্ছে। আর্ট মানে মনের বিকাশ, সেটাই ছাত্রছাত্রীরা আলপনার মাধ্যমে তুলে ধরেছে।

Basanta Utsav at Durgapur 

আরও পড়ুন : Extraordinary Places To Celebrate Holi হোলি উদযাপন করুন এখানে গিয়ে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular