শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Baruipur Municipality Election ২৭ ফেব্রুয়ারি রাজ্যে ১০৮টি পুরসভার ভোট। হাতে সময় আর মাত্র কয়েকটা দিন। তার আগে বারুইপুর পৌরসভা এলাকায় জোরদার প্রচার সারল দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। দুই দলের এই প্রচার ঘিরে চোখে পড়ল উন্মাদনাও। অভিনব চিন্তা ভাবনা নিয়ে কীভাবে আরও মানুষের কাছে যাওয়া যায় তারই চেষ্টা করল দুটি দল। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামেদের হয়ে প্রচারে নামলেন সিপিঅআইএম নেতা সুজন চক্রবর্তী।
তৃণমূলের মিছিলের নেতৃত্ব দিলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় Baruipur Municipality Election
এদিন বারুইপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে নিয়ে প্রচার সারলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ঢাকঢোল সহকারে তৃণমূলের এই বিশাল রঙিন মিছিল ছিল দেখার মতো। অভিনব আয়োজনের মাধ্যমে ভোট চাইতে রাস্তায় নেমে পড়লেন।
বামেদের মিছিলের নেতৃত্ব দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী Baruipur Municipality Election
অন্যদিকে বামপন্থীদের মিছিল পরিক্রমা করল বারুইপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। লাল পতাকায় মোড়া মিছিলের নেতৃত্ব দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাম প্রার্থীদের নিয়ে পথে নেমে জনসংযোগ সারলেন সুজন চক্রবর্তী। বারুইপুর শিবানীপীঠ থেকে রেলগেট পর্যন্ত মানুষের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করলেন তিনি।
Baruipur Municipality Election
———–
Published by Subhasish Mandal