Saturday, November 9, 2024
Homeরাজ্যBansberia Municipality ভোটের নামে প্রহসন! বাঁশবেড়িয়ায় বামেদের প্রতিবাদের ভাষা দেওয়াল লিখন

Bansberia Municipality ভোটের নামে প্রহসন! বাঁশবেড়িয়ায় বামেদের প্রতিবাদের ভাষা দেওয়াল লিখন

পলাশ চক্রবর্তী হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : Bansberia Municipality ভোটের নামে প্রহসন! প্রতিবাদের ভাষা হয়ে উঠল দেওয়াল। যে দেওয়ালে ভোটের প্রচার হচ্ছিল ভোটের আগে, সেই দেওয়ালের গায়ে এখন প্রতিবাদের ভাষা। সারা রাজ্য বিভিন্ন জেলায় সিপিআইএমের প্রার্থী-সহ কর্মীদের মারধর, প্রচারে বাঁধা, পরে ভোটের দিন বিভিন্ন বুথে এজেন্টদের হুমকি, ভোট লুটের অভিযোগ বামফ্রন্টের। বিভিন্ন জেলায় কোথায় ডেপুটেশন, মিছিল, পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বেশ কিছু বুথে ভোট লুট হয়েছে এমনি অভিযোগ বাম দলের। সেই দাবিতে বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। বলা হয়েছে ১৪, ১৫, ১৬, ২১, ২২ -সহ একাধিক ওয়ার্ডে ভোট লুট করেছে শাসক দল। বাম দলের অভিযোগ এত বড় নির্বাচনে এত অভিযোগ নিবার্চন কমিশন শুধু দুটি জায়গায় পুনরায় ভোট নিচ্ছে! এটা তো প্রহসন ছাড়া আর কি?

উল্লেখ্য, শ্রীরামপুরের ২৫ নং ওয়ার্ডের ৭ নং বুথে রিপোলিং, সকাল থেকে সেখানে ভোট পর্ব হচ্ছে শান্তিতে।

মাত্র দুটি জায়গায় পুনঃনির্বাচন হওয়ায় ক্ষোভ Bansberia Municipality 

আরও পড়ুন : Darjeeling Himalayan Railway Summer Festival দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সামার ফেস্টিভ্যাল শুরু

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular