Saturday, December 7, 2024
Homeরাজ্যকোচবিহারBangladeshi detained সাহেবগঞ্জ বিওপিতে আটক বাংলাদেশি যুবক

Bangladeshi detained সাহেবগঞ্জ বিওপিতে আটক বাংলাদেশি যুবক

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রায় ১৪ বছর ভারতে থাকার পর বাংলাদেশে যাবার পথে সাহেবগঞ্জ বিওপি (BOP) সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি যুবক। রবিবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের হাতে আটক হয় ওই যুবক। গাজিয়াবাদ থেকে সাহেবগঞ্জ এলাকায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার পথে বিএসএফের ১২৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আটক করে ওই যুবককে। এরপর রবিবার সন্ধ্যায় বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম বাবু হক। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার অন্তর্গত পুর্ব বাগবান্দা গ্রামে।

১৪ বছর ভারতে রয়েছেন এই বাংলাদেশি যুবক Bangladeshi detained

আরও পড়ুন : Parrot Rescued ৪৫টি টিয়াপাখি উদ্ধার, বন দফতরের জালে চার বিক্রেতা

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular