Saturday, December 7, 2024
Homeরাজ্যজলপাইগুড়িBangladeshi Arrested অবৈধভাবে ভারতে প্রবেশ! জলপাইগুড়িতে বিএসএফের জালে ছয় বাংলাদেশি

Bangladeshi Arrested অবৈধভাবে ভারতে প্রবেশ! জলপাইগুড়িতে বিএসএফের জালে ছয় বাংলাদেশি

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Bangladeshi Arrested জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশের কাঁটাতার টপকে জম্মু-কাশ্মীরে যাওয়ার ছক করেছিল বাংলাদেশের ছয়জন নাগরিক। বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটেলিয়ন চারজনকে এনজেপি ও দু’জনকে সীমান্ত থেকে গ্রেফতার করল।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রথমে বাংলাদেশের চারজন যুবক কাঁটাতার টপকে বিএসএফকে আড়াল করে ভারতে প্রবেশ করে। তারা সকলে এনজেপিতে পৌঁছে যায় জম্মু-কাশ্মীরের কুলগ্রাম গ্রামে কাজের সন্ধানে যাবে বলে। তাঁদের দলের আরও দু’জন ভারতে প্রবেশ করেই বিএসএফ’য়ের হাতে ধরা পড়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদে উঠে বাকি চারজনের নাম। তাঁদের এনজেপিতে গ্রেফতার করে বিএফএস। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে ভুয়ো প্যান কার্ড, ভুয়ো আধার ও শ্রম কার্ড। সঙ্গে ছ’টি মোবাইল এছাড়া ভারতীয় ২২ হাজার ৫৩৩ টাকা। Bangladeshi Arrested

সোমবার রাতে ধৃত ছ’জনকে কোতোয়ালি থানার তুলে দেওয়া দিয়েছে বিএসএফ। ধৃতরা হলেন মহম্মদ তফজুল হক, মহম্মদ জাহিরুল, মহম্মদ আনায়োর হক, ফারুক হুসেন, মহম্মদ হাকিমুদ্দিন, মহম্মদ রাকিব। সকলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগ্রাম জেলার হরিপুর থানা এলাকায়। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএফএস’য়ের তরফে জানানো হয়েছে এই দলে আর কেউ আছে কিনা তার খোঁজ চলছে।

Bangladeshi Arrested

আরও পড়ুন : WB Governor Jagdeep Dhankhar Meet HM Amit Shah কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular