প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার মানগছ এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেফতার। বিএসএফ সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধভাবে এদেশে প্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে। জানা গিয়েছে, ওই সময় বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসছিল। যার মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা অবশ্য পালিয়ে যায়৷ ধৃত মহম্মদ জামাল বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার কাশিমগঞ্জের বাসিন্দা।
ফাঁসিদেওয়ায় বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি Bangladeshi arrested by BSF in Phansidewa
সোমবার বিএসএফের ফকিরপাড়া বিওপি-র জওয়ানরা ধৃতকে ফাঁসিদেওয়া থানার হাতে তুলে দেয়। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি সিম, ওয়্যার কাটার, দা, নগদ বাংলাদেশি ৪৬০ টাকা উদ্ধার করেছে। পুলিশ ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।
——-
Published by Subhasish Mandal